খুব শিগগিরই দেশে গণতন্ত্র এবং আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সকালে বিডিআর ট্রা’জেডি দিবস উপলক্ষে বনানী সামরিক করব স্থানে, শহীদের কবরে বিএনপির সিনিয়র প্রতিনিধি দলের শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।






মেজর হাফিজ বলেন, এমন নি’র্মম হ’ত্যাকা’ন্ডের যারা মূল পরিকল্পনাকারী তাদের বিচার এ দেশে হবে বলে আমরা আশা করি। পাশাপাশি আমরা এ দেশে সুশাসন কামনা করি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কা’রারুদ্ধ করে রাখা হয়েছে। আমরা খুব দ্রুত তার মুক্তি কামনা করছি। এই দেশে গণতন্ত্র এবং আইনের শাসন অতি অল্প সময়ের মধ্যে সুপ্রতিষ্ঠিত হবে বলে কামনা করছি।






এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান প্রমূখ।
উল্লেখ্য, ২০০৯ সালের ফেব্রুয়ারিতে সীমান্ত রক্ষী বাহিনী বি’ডিআরে বি’দ্রোহ দেখা দেয়। সে বি’দ্রোহে সে বছরের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পি’লখানায় বাহিনীর সদর দপ্তরে বি’দ্রোহী জ’ওয়ানদের হাতে মা’রা যান ৫৭ সেনা কর্মকর্তা। র’ক্তাক্ত সেই বি’দ্রোহে বেসামরিক ব্যক্তিসহ মোট ৭৪ জন প্রাণ হারান।র’ক্তাক্ত সেই বি’দ্রোহের প্রেক্ষাপটে সীমান্ত রক্ষী বাহিনীর নাম বদলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হয়।।






বাংলা ম্যাগাজিন /এসপি
সাম্প্রতিক খবর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে Bangla Magazine সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান নিউজ ম্যাগাজিন অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।