জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় চুক্তিতে বাংলাদেশের স্বার্থবিরোধী কিছু নেই। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর দেশপ্রেমের প্রতি আমরা আস্থাশীল। তার সম্প্রতি ভারত সফর ও সেখানে সম্পাদিত দ্বিপক্ষীয় চুক্তি সম্পর্কে কিছু বিরূপ আলোচনা চোখে পড়েছে। এ বিষয়ে
যৌথ বিবৃতি ও উল্লেখিত চুক্তিগুলোর তালিকা দেখেছি। চুক্তিতে দেশের স্বার্থবিরোধী কিছু চোখে পড়েনি।’ গতকাল জাপার চেয়ারম্যানের বনানী অফিসে পার্টির সাংগঠনিক টিমের যৌথ সভায় এসব কথা বলেন জিএম কাদের।
তিনি বলেন, ‘দেশে এখন দু’র্নীতিবি’রোধী শু’দ্ধি অভিযান চলছে। প্রধানমন্ত্রীর এই সাহসী পদক্ষেপকে অভিনন্দন জানাই। তিনি নিজ দলের মানুষকেও ছাড় দেননি। আশা করি এই অভিযান অব্যাহত থাকবে। আওয়ামী লীগ এ বিষয়ে তাদের নির্বাচনী ইশতেহারে বর্ণিত অঙ্গীকার বাস্তবায়ন করবে।’
বাংলা ম্যাগাজিন /এসপি