আইপিএল নিলামে অখ্যাত ক্রিকেটারও অনেক দামে বিক্রি হয় সেখানে অনেক তারকা ক্রিকেটারকে তুলনামূলক অনেক কম দামে পাওয়া যায়। আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামে ১৬.২৫ কোটি রুপিতে ক্রিস ম’রিসকে কিনে নেয় রাজস্থান রয়্যালস। এছাড়াও গ্ল্যান ম্যাক্সওয়েলকে ১৪.২৫ কোটিতে নেয় রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
ভা’রতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে এত দাম দিয়ে তাদের কেনা সঠিক না হলেও কম দামে পাওয়া গেছে পাঁচজন বড় খেলোয়াড়। যা বলা যায় একরকম অবিশ্বা’স্য মূল্যে। যেখানে রয়েছেন বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান, টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটসম্যান ইংল্যান্ডের দাউইদ মিলান, আ’ফগা’নিস্তানের মুজিব উর রহমান এবং ভা’রতীয় পেসার উমেশ যাদব।
সাকিব আল হাসান- কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবারের আইপিএল খেলবেন সাকিব আল হাসান। ২০১১ ও ২০১৭ সালের আসরে কলকাতার হয়ে খেলেন সাকিব। বাকি সব আসরগুলোয় সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন ওয়ানডের বিশ্বসেরা অল-রাউন্ডার।
এবার নিলামে ২ কোটি রুপি ভিত্তিমূল্য রাখা হলে ৩.২ কোটি রুপিতে দলে পেয়ে যায় কলকাতা। বলা হচ্ছে সবচেয়ে কম দামে দামি খেলোয়াড়কেই পেয়ে গেল ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএলে ৬৩ ম্যাচে ৭৪৬ রানের সঙ্গে সাকিব নেন ৫৯টি উইকেট।
মোস্তাফিজুর রহমান- বাংলাদেশ দলের নিয়মিত পেসার মোস্তাফিজুর রহমান। কা’টার মাস্টার খ্যাত মোস্তাফিজের খ্যাতি বিশ্ব ক্রিকে’টে। আইপিএলে নিজের অ’ভিষেক আসরে হয়েছিলেন উদীয়মান সেরা খেলোয়াড়ও। তবে এবার তাকে মাত্র ১ কোটি রুপিতে (ভিত্তিমূল্য) দলে পেয়ে যায় রাজস্থান রয়্যালস। তিন আসরে ২৪ ম্যাচে ২৪টি উইকেট রয়েছে তার।
মুজিব উর রহমান- আ’ফগা’নিস্তানের উদীয়মান স্পিনার মুজিব উর রহমান তারকা বনে গেছে এরইমধ্যেই। আইপিএলেই নয়, তার আলো ছড়িয়েছেন সব ফ্র্যাঞ্চাইজি লিগে। এবারের আইপিএলে তাকে মাত্র ১.৫ লোটি রুপিতে পেয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ।
মালান- বর্তমান টি-টোয়েন্টি ক্রিকে’টের এক নম্বর ব্যাটসম্যান ইংল্যান্ডের দাউইদ মালাম। তাকে নিয়ে সবার কাড়াকাড়ি হবে আইপিএলের নিলামে এটাই তো স্বাভাবিক। কিন্তু না! ৩৩ বছর বয়সী মালানকে মাত্র ১.৫ কোটি রুপিতে পেয়ে যায় পাঞ্জাব কিংস। এবারই তার অ’ভিষেক হবে আইপিএলে।
উমেশ যাদব- তাকে বলা হয় একজন পারফেক্ট পেসার। ডান-হাতি এই ফাস্ট বোলার আইপিএলে ১২১টি ম্যাচে ১১৯ উইকেট নেয়া উমেশকে এবারের আসরে মাত্র ১ কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
বাংলা ম্যাগাজিন /এসপি
সাম্প্রতিক খবর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে Bangla Magazine সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান নিউজ ম্যাগাজিন অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।