আগামী ৯ এপ্রিল শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন মৌসুম। আইপিএলে এবার নিজের পুরনো দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান।
আইপিএল শুরুর আগে নিজেদের মধ্যে তিনটি অনুশীলন ম্যাচ খেলে কেকেআর। কোয়ারেন্টোইনে থাকায় প্রথম ম্যাচে ছিলেন না সাকিব। দ্বিতীয় ম্যাচে থাকলেও, মনে রাখার মতো কোন পারফরম্যান্স করতে পারেন নি বিশ্ব সেরা ওয়ানডে অলরাউন্ডার। তবে, তৃতীয় ম্যাচে এসে নিজের মুন্সিয়ানা দেখালেন সাকিব।
এদিন নিতীশ রানা ও বেন কাটিংয়ের নেতৃত্বে গা গরম ম্যাচ খেলতে নামেন সাকিব, হরভজন সিংরা। সাকিবের গোল্ড দলের নেতৃত্ব দেন রানা, পার্পেল দলের অধিনায়কের দায়িত্ব সামলান বেন কাটিং। ম্যাচে পার্পেল দল আগে ব্যাটিং করে একেবারেই সুবিধা করতে পারেনি। গুটিয়ে গেছে মাত্র ১১৩ রানে।
গোল্ড দলের সাকিব, রানা, মাভিদের বোলিং তোপের সামনে দাঁড়াতেই পারেননি টিম সেইফার্ট, রাহুল ত্রিপাটি, গুরকিরাত মানরা। ম্যাচে চার ওভা’র হাত ঘুরিয়ে মোটে ৮ রান দেন সাকিব। ১ ওভা’র মেইডেনের সঙ্গে তুলে নেন ২ উইকেট। নিজের দ্বিতীয় ওভা’রে ফেরান ওপেনার সেইফার্ট’কে।
চতুর্থ ওভা’রে সাকিবের শিকার পবন নেগি। এছাড়াও তৃতীয় ওভা’রে কাটিংকে রান আউট করেন সাকিব। ২৪টি বলের মধ্যে ১৯টি বলই ডট দেন তিনি।এরপর ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিলেন সাকিব। তবে থিতু হতে পারেননি। সমান একটি করে বাউন্ডারি আর ওভা’র বাউন্ডারির সাহায্যে ১০ বলে ১৭ রান করেন বাংলাদেশি অলরাউন্ডার।
বাংলা ম্যাগাজিন /এসপি
সাম্প্রতিক খবর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে Bangla Magazine সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান নিউজ ম্যাগাজিন অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।