এবারের একুশে বইমেলায় মডেল-অ’ভিনেত্রী আশনা হাবিব ভাবনার লেখা ‘গো’লাপী জমিন’ ও ‘রাস্তার ধারে গাছটির কোনো ধ’র্ম ছিল না’ শিরোনামের দুটি বই বেরিয়েছে।
সম্প্রতি বইমেলায় গিয়েছিলেন তিনি। বইমেলায় ভাবনার পরে যাওয়ার পোশাক নিয়ে বিতর্ক চলছে। এ দিয়ে বির’ক্ত অ’ভিনেত্রী। ফেসবুকে তিনি লিখেছেন, আমা’র দোষ আমি হাটাকা’টা ব্লাউজ পরে বইমেলায় গিয়েছি?সত্যি! আমাদের নানী দাদীরা এখনও হাটাকা’টা ব্লাউজ পরে থাকেন। এই ছবিটি সবাই পোস্ট করছে , আমাকে নিয়ে বাজে কথা লিখছে । অশ্লীল বলছে! যারা পোস্ট করে বাজে লিখছে তারা বেশিরভাগ পুরুষ।
সব পুরুষ কে খা’রাপ বলব কি করে? আমা’র বাবা তো আমাকে কখনো বলে দেয়নি কি পোশাক পরা উচিত? আমি কি পরব ? আম’রা নারীরা কি পরব তা ঠিক করবেন আপনি?আরেকটি পোস্টে ভাবনা লিখেছেন, আমা’র সত্যি কিছু বলার নেই । গত তিন চার দিন ধরে আমি বির’ক্ত খুবই ,এবং হতাশ ও আম’রা আসলেই কি নারীর সম্মান কখনই দিতে পারব না!
২০২১ সালে স্লিভলেস ব্লাউজ নিয়ে কথা বলতে হয়, এটা নিয়ে আমাকে হেয় করা হয় সোশ্যাল মিডিয়ায়। এর চেয়ে লজ্জার আর কিছু নেই। ষাটের দশকে, সত্তর দশকেও স্লিভলেস ব্লাউজ পরতো আমাদের দাদি-নানিরা। তখনও এটা স্বাভাবিক ছিল। এখনও তাই আছে বলে আমি বিশ্বা’স করি ।অথচ এই সময়ে এসে স্লিভলেস ব্লাউজের কারণে কথা হচ্ছে- এর চেয়ে লজ্জার আর কী’ হতে পারে? আমি কেবল তাদের কথা ভাবি ,যারা প্রতিদিন বাসে যায়,
যারা প্রতিদিন পার্লারে কাজ করে রিকশা করে বা হেঁটে বাড়ি ফেরে, প্রতিমুহূর্তে আমাদের সচেতন থাকতে হবে, কাপড় ঠিক করতে হবে? কতটা জঘন্য এদের মানসিকতা! এরাই ধ’র্ষক।আমি এসব নিয়ে পাত্তা দেই না , কারণ আমা’র সময় নেই, বা আমি অভ্যস্ত বা আমি অ’ভিনয় করি , আমাকে টেলিভিশনে দেখা যায়, তাই ”আমাকে নিয়ে যে কেউ যা খুশি তাই বলার অধিকার রাখে”।
এবং আমি এসব পাত্তা দেব না এটাই সদা সত্য, তবে আমি তাদের নিয়ে ভাবি, কত মে’য়েকে সাইবার বুলিংয়ের শিকার হতে হয় প্রতিনিয়ত। আমা’র কাপড় নিয়ে কথা বলার তুই কে?‘আমাদের সরকার- আমাদের পু’লিশ যদি একটু সহায়তা করতো তাহলে এইসব অ’প’রাধ হয়তো অনেকটা কমে যেতে পারতো। সাইবার ক্রা’ইমের তত্ত্বাবধানে যদি ১০ জন এরকম অ’প’রাধীকে ধরে শা’স্তি দেওয়া যেত তাহলে একটা দৃষ্টান্ত তৈরি হতে পারতো। এই দৃষ্টান্ত এইসব অ’প’রাধ অনেক কমিয়ে দিতে পারতো। সূএঃবিডি প্রতিদিন
বাংলা ম্যাগাজিন /এসপি
সাম্প্রতিক খবর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে Bangla Magazine সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান নিউজ ম্যাগাজিন অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।