দীর্ঘ দিন ধরেই স্বামী নিখিলের সঙ্গে এক ছাদের নিচে থাকছেন না টালিউডের জনপ্রিয় নায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহান। আবার স্বামীকে তালাকও দিচ্ছেন না তিনি। এর মধ্যেই অভিনেতা যশের সঙ্গে তার প্রেমের গুঞ্জন চলছে। ফলে শেষ পর্যন্ত স্বামীর সঙ্গে সম্পর্ক জোড়া লাগাবেন নাকি তাকে বাদ দিয়ে যশকে নতুন করে জীবনসঙ্গী করবেন- এ নিয়ে টালিমহলে জোর আলোচনা চলছে।
এর মধ্যেই বৃহস্পতিবার ইনস্টাগ্রামে ভারতের লাইফস্টাইল কোচ গৌর গোপাল দাসের একটি ভিডিও শেয়ার করেন নুসরাত জাহান।
ওই ভিডিওতে সম্পর্ক নিয়ে কথা বলা হয়েছে। যার সারকথা, সমঝোতা করে যদি সম্পর্ক টিকে যায়, তবে তা করা উচিত। কিন্তু সম্পর্কটা টিকিয়ে রাখতে যদি শুধু একজনকেই বারবার সমঝোতা করতে হয়, তা হলে সেখানেই থেমে যাওয়া শ্রেয়।
হঠাৎ সম্পর্ক নিয়ে এমন ভিডিও শেয়ার করায় ধারণা করা হচ্ছে, স্বামী নিখিলের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখবেন নাকি তাকে ছেড়ে পাকাপাকিভাবে যশের কাছে যাবেন তা নিয়ে হয় তো দ্বিধাদ্বন্দ্বে আছেন নুসরাত।
তবে বিষয়টি স্পষ্ট না করলেও ব্যক্তিগত জীবনে যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন নুসরাত তা বোঝাই যাচ্ছে। দুই বছর আগে নিখিল জৈনের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে বিয়েতে জড়ান নুসরাত জাহান। কিন্তু বিয়ের এক বছর পরই আচমকাই ছন্দপতন রূপকথার প্রেমকাহিনিতে। নিখিল-নুসরাতের দাম্পত্য সম্পর্কের চিড় এখন টালিগঞ্জের ওপেন সিক্রেট।
যদিও টালিউডের গুঞ্জন, স্বামী নিখিল জৈনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হতে চলেছে অভিনেত্রীর। তবে এ বিষয়ে এখনও মুখ খোলেননি নিখিল বা নুসরাত। অন্যদিকে ঘনিষ্ঠ বন্ধু যশ দাশগুপ্তের সঙ্গে সময় কাটাতেও দেখা যাচ্ছে নুসরাতকে। সম্প্রতি তারা ডেটেও গিয়েছিলেন।
বাংলা ম্যাগাজিন /এসপি
সাম্প্রতিক খবর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে Bangla Magazine সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান নিউজ ম্যাগাজিন অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।