Bangla News

বাংলাদেশের আসল হিরো এরাই: হাফেজ তাকরিমকে নিয়ে গায়ক বেলাল

এবার ২৬তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বসেরা হয়েছেন বাংলাদেশর হাফেজ সালেহ আহম তাকরিম। গত ৪ এপ্রিল তাকে সম্মাননা ও পুরস্কার তুলে দেন শেখ মুহাম্মদ বিন রশিদ বিন মুহাম্মদ রশিদ আলে-মাকতুম। হাফেজ তাকরিমের এই অনন্য অর্জনে গর্বিত বাংলাদেশ। দেশের সাধারণ মানুষ থেকে তারকাসহ নানা শ্রেণি-পেশার মানুষ বিভিন্ন মাধ্যমে অভিনন্দন জানাচ্ছেন তাকে।

এবার তাকে অভিবাদন জানিয়ে আবেগঘন এক স্ট্যাটাস দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান। এ গায়ক বিমানে ওস্তাদের সঙ্গে অবস্থান করা হাফেজ তাকরিমের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘অভিনন্দন তাকরিম। টাঙ্গাইল তোমার জন্য গর্বিত। বাংলাদেশের নাম উজ্জ্বল করায় তোমার জন্য দোয়া আর ভালোবাসা।’

বেলাল আরও লেখেন, ‘বাংলাদেশি মুদ্রায় ৭১ লাখ ৭০ হাজার টাকা প্রায়। দুবাই আন্তর্জাতিক কুরআন হেফজ প্রতিযোগিতার প্রথম পুরস্কার গ্রহণ করে দেশে ফিরছে তাকরিম ও তার গর্বিত ওস্তাদ। বাংলাদেশের আসল হিরো এরাই।’

এর আগে হাফেজ তাকরিমের সাফ্যলে ভূয়সী প্রশংসা করেন দেশের আরেক জনপ্রিয় গায়ক আসিফ আকবর। তিনি এ হাফেজের সঙ্গে দেখা করারও ইচ্ছা পোষণ করেন।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button