Bangla News

বাংলাদেশ অনেক চাপে, জয়ের স্বপ্ন দেখছি: টাকার

গতকাল দ্বিতীয় দিন শেষে মনে হচ্ছিল, বাংলাদেশের জয় যেন স্রেফ আনুষ্ঠানিকতা। কারণ, ১৫৫ রানের লিড পেয়ে শেষ বিকেলে আইরিশদের ৪ উইকেট তুলে ফেলেছিল স্বাগতিকরা। বাংলাদেশ পাচ্ছিল ইনিংস ব্যবধানে জেতার সুবাস। সেখান থেকে আজ সারাদিন ব্যাট করেও অলআউট হয়নি সফরকারীরা। তৃতীয় দিনে ৪ উইকেট হারিয়ে ৯০ ওভারে যোগ করেছে আরও ২৫৯ রান। ৮ উইকেটে ২৮৬ রান করে ১৩১ রানের লিড নিয়ে ফেলেছে তারা।

৭১ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন অ্যান্ডি ম্যাকব্রেনি, গ্রাহাম হিউম অপরাজিত ৯ রানে। এখন উল্টো জয়ের স্বপ্ন দেখছে আয়ারল্যান্ড শিবির। অভিষেকেই সেঞ্চুরি হাঁকানো লরকান টাকার জানালেন, ম্যাচের এই অবস্থায় চাপে আছে বাংলাদেশই। টাকার মনে করছেন, আর ৪০-৫০ রান করতে পারলেই বাংলাদেশকে বিপদে ফেলা যাবে।

তার ভাষায়, ‘উইকেট যথেষ্ট ভালো আছে। এটা কিছুটা ভাঙবে। হয়তো হঠাৎ জাদুকরি কিছু হবে। আমরা জানি কাল জেতার জন্য উইকেট নিতে পারব। আশা করছি, বাংলাদেশকে ভালো একটা টার্গেট দিতে পারব। আমার মনে হয়, সব চাপ এখন তাদেরই।’

আগামীকাল চতুর্থ দিনে শেষ দুই উইকেটে অন্তত আরও ৪০-৫০ রান যোগ করার লক্ষ্য ঠিক করেছে আইরিশরা, ‘যদি ১৭০-১৮০ রানের লক্ষ্য দিতে পারি তাহলে খুবই খুশি হবো। আরও ৪০-৫০ রান করতে হবে।’

এদিকে নিজেদের ব্যাটিং নিয়ে টাকার বলেন, ‘আমরা চাপের ভেতর ছিলাম, চেষ্টা করেছি টিকে থাকতে। এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। যত যাবো তত শিখবো। আমরা একটা সময়ের জন্য আটকে ছিলাম এরপর সাফল্য পেয়েছি। কালকে আমরাই এগিয়ে থেকে নামবো।’

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button