Bangla News

10 সেকেন্ডে বলতে হবে ছবিতে কত জন মেয়ে রয়েছে?

জুমবাংলা ডেস্ক : অপটিক্যাল ইলিউশনের মজাই হল মস্কিষ্ককে উস্কানি দেওয়া! মাথা খাটিয়েই শুধু নয়, চাই চোখের ক্ষুরধার দৃষ্টিও। তবেই সমাধান করা যাবে অপটিক্যাল ইলিউশনের সমস্যা। প্রখর পর্যবেক্ষণের দক্ষতা থাকলেই এই দৃষ্টির ধাঁধা সহজে সমাধান করা যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তেমনই একটি অপটিক্যাল ইলিউশনের ছবি ভাইরাল হয়েছে। আর সেই ছবিতে ক’জন মেয়ে রয়েছে তা নিয়েই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।

সব ধরনের অপটিক্যাল ইলিউশনের ছবিই মানুষের মস্তিষ্কের পরীক্ষা নেয়। তেমনই একটি অপটিক্যাল ইলিউশন হাজির হয়েছে আপনার সামনে। সম্প্রতি ভাইরাল হওয়া ছবিটিতেও রইল আপনার জন্য চ্যালেঞ্জ। বলুন তো ভালো করে দেখে ছবিতে রয়েছে ক’জন মেয়ে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অপটিক্যাল ইলিউশনের ছবি শেয়ার করা হয়েছে ইন্সটাগ্রামে। tizzia নামের ইন্সটাগ্রামের একটি প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে সেই সংশ্লিষ্ট ছবিটি। আর সেই ছবিতে কী দেখতে পাচ্ছেন? যাই দেখতে পাচ্ছেন, তা ঠিক স্পষ্ট নয়, তাই তো? ছবিতে যে অনেকজন মেয়েকে দেখা যাচ্ছে, তা নিশ্চয়ই ধরতে পেরেছেন? এবার আপনার কাজ হল এখানে ঠিক কতজন মেয়ে রয়েছে, সেটি ঝটপট খুঁজে বের করা। ঈগলের মতো তীক্ষ্ণ দৃষ্টি থাকলে আপনি 10 সেকেন্ডেরও কম সময়ে এই ছবিটির আসল রহস্য খুঁজে বের করতে পারবেন।

ছবিটি শেয়ার করে জানতে চাওয়া হয়েছে ক’জন মেয়ে রয়েছে, 4টি না 5টি। অনেকেই মনে করেছে সেই ছবিতে রয়েছে চারটি মেয়ে। আবার অনেকের মতে, পাঁচজন মেয়ে রয়েছে ছবিতে। কে কী উত্তর দিয়েছে, তার থেকেই বোঝা যাবে তাদের চোখের অবস্থা কেমন। এবার আপনার পালা, ভালো করে দেখুন তো এই ছবি।

সম্প্রতি ভাইরাল অপটিক্যাল ইলিউশনের ছবি দেখে সকলেই বেশ অবাক। কারণ একই ছবি প্রতিটি মানুষের চোখে আলাদা আলাদা ভাবে ধরা দেয়। তবে ভালো করে দেখলে বোঝা যাবে যে ছবিটি খুবই বুদ্ধি করে তৈরি করা হয়েছে। কারণ সেই ছবিতে রয়েছে মাত্র দু’জন মেয়ের ছবি। তাদের মধ্যে রয়েছে একটি আয়না। এর ফলে মনে হচ্ছে সেখানে বেশ কয়েকটি মেয়ে রয়েছে। ভাইরাল হওয়া সেই ছবি একটু ভালো করে দেখলেই বোঝা যাবে যে সেখানে রয়েছে মাত্র দু’জন মেয়ে। এক নজরে এবার তাহলে ভালো করে দেখে নিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ছবি।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button