কে হবে চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপার স্টার ২০১৮? গ্র্যান্ড ফিনালে আয়োজনের প্রস্তুতি চলছে দেশসেরা পাঁচ প্রতিযোগী- সামিয়া অথৈ, মিম মানতাশা, সারওয়াত আজাদ বৃষ্টি, ইশরাত জাহিন এবং নাবিলা আফরোজকে নিয়ে। লাক্স সুপার স্টারের নবম আসরের জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ফিনালে সরাসরি সম্প্র্রচারিত হবে চ্যানেল আইয়ের পর্দায়, আগামী ১১ মে রাত ৭টা ৩০ মিনিটে।
লাক্স সুপার স্টারের এবারের গ্র্যান্ড ফিনালেতে থাকছে চমকপ্রদ সব আয়োজন। দেশের দর্শকদের জন্য এই আয়োজনগুলো একেবারেই নতুন- যা আগে দেখেনি কেউ কখনো। এই প্রথম একই মঞ্চে একই সঙ্গে পারফর্ম করবেন সাবেক তিন লাক্স সুপার স্টার মিম, মেহজাবীন ও মম।
চমক হিসেবে আরো থাকছে এই সিজনের তিন বিচারক সাদিয়া ইসলাম মৌ, তাহসান খান ও আরিফিন শুভর পারফরমেন্স। একই সঙ্গে একই মঞ্চে তাদেরও এটি প্রথম পরিবেশনা। দুর্দান্ত এই দুটি পারফরমেন্সের সঙ্গে থাকছে লাক্স সুপার স্টারের আগের সিজনগুলোর সেরা তারকাদের পরিবেশনাও।
তাদের সবাই এখন ব্যস্ত রিহার্সেলে। কে হবে নতুন লাক্স সুপার স্টার তা জানতে যেমন দর্শকরা অপেক্ষা করছেন অধীর হয়ে, তেমনই আলোড়ন তৈরি হয়েছে তারকাবহুল এই পারফরমেন্সগুলো নিয়ে।
বাংলা ম্যাগাজিন/এমএইচপি/এন
আপনার মন্তব্য প্রকাশ করুন