সাধারণত ৪ পা বিশিষ্ট বাছুর জন্ম নেয়। কিন্তু নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ৫ পা বিশিষ্ট বাছুর জন্ম নেয়ায় একনজর দেখতে উৎসুক মানুষের ঢল নেমেছে। উপজেলার মাসকা ইউনিয়ন পরিষদের সদস্য এনামুল হকের বাড়িতে গত বৃহস্পতিবার জন্ম নেয় বাছুরটি।
আজ মঙ্গলবার এনামুল হক জানান, গত বৃহস্পতিবার বিকেলের দিকে তার বাড়ির গোয়াল ঘরে একটি গাভী স্বাভাবিকভাবে বাছুরটির জন্ম দেয়। পরে দেখা যায়, বাছুরটির পিঠের অংশে একটি পা আলাদাভাবে যুক্ত রয়েছে।
তিনি বলেন, ‘পাঁচ পা-ওয়ালা বাছুর জন্মেছে এই খবর পেয়ে এলাকাবাসী আমাদের বাড়িতে ভীড় করতে শুরু করে। বাছুরটিকে একনজর দেখার জন্য এত মানুষ আসায় তা নিয়ন্ত্রণে আমাকে অনেক হিমশিম খেতে হয়েছে। পরে ভীড় সামলাতে না পেরে বাছুরটিকে ঘরে রেখে বাইরে তালা ঝুলিয়ে দেই।’
উপজেলার গবাদিপশু চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা যায়, অপারেশনের মাধ্যমে বাছুরটির অতিরিক্ত একটি পা কেটে ফেলা সম্ভব। তবে এ জন্য এক বছর অপেক্ষা করতে হবে।
আপনার মন্তব্য প্রকাশ করুন