দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া এই ২৪ ঘণ্টায় করোনা’ক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫ জন। এ নিয়ে দেশে মোট করো’না আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়া’লো ৭৬৬৭ জন
নতুন করে ৫ জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়া’লো ১৬৮ জন। আজ বৃহস্পতি’বার (৩০ এপ্রিল) দুপুরে করোনা নিয়ে নিয়’মিত অন’লাইন বুলেটিনে স্বাস্থ্য অধি’দপ্তরের অতি’রিক্ত মহা’পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।






এছাড়া গত ২৪ ঘণ্টায় মোট পরীক্ষা হয়েছে’ ৪৯৬৫’ টি। মোট ২৯টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়।
বাংলা ম্যাগাজিন /এসপি
সাম্প্রতিক খবর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে Bangla Magazine সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান নিউজ ম্যাগাজিন অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।