ভিন্ন স্বাদের খবর

টানা তিনদিন ১’শর নিচে মৃত্যু, শনাক্তের হার তিন মাসে সর্বনিম্ন

করোনায় আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় ৯৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে কমে এসেছে শনাক্ত হারও। গত একদিকে করোনার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত হার ১২ দশমিক ০৭, যা প্রায় তিন মাসের মধ্যে সর্বনিম্ন।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, গত একদিনে দেশে করোনার সংক্রমণ ধরা পড়েছে ৩ হাজার ৭২৪ জনের দেহে। এই নিয়ে দেশে মোট করোনার সংক্রমণ ধরা পড়ল ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জনের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ১০৯ জনের।

গত ২৪ ঘণ্টায় মোট ৩০ হাজার ৮৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১২ দশমিক ৭ শতাংশ। এর চেয়ে কম শনাক্ত হার ছিল গত ৭ জুন, ১১ দশমিক ১৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ১৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ২১ হাজার ৮৮৩ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এর দশদিন পর ১৮ মার্চ দেশে প্রথম একজনের প্রাণ কেড়ে নেয় ভাইরাসটি। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

কিন্তু এবছর সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে দেশ। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে।

২০ আগস্ট দেশে করোনাভাইরাসে মোট মৃত্যু ২৫ হাজার ছাড়ায়। এরপর নয় দিনে আরও এক হাজার মানুষের প্রাণ কেড়ে নেয় করোনা।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button