অর্থ ও বাণিজ্যএক্সক্লুসিভবিশ্ব সংবাদ

ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনতে পারে

ইউক্রেনে আগ্রাসনের জের ধরে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের মধ্যেই স্বল্পমূল্যে মস্কো থেকে অপরিশোধিত তেল এবং অন্যান্য পণ্য কেনার কথা বিবেচনা করছে নয়াদিল্লি। সোমবার (১৪ মার্চ) ভারতীয় দুই কর্মকর্তার বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

ভারত তাদের তেলের চাহিদার ৮০ শতাংশই আমদানি করে। এর মধ্যে সাধারণত রাশিয়া থেকে সরবরাহের প্রায় ২-৩ শতাংশ কেনে। কিন্তু এই বছর এখন পর্যন্ত তেলের দাম ৪০ শতাংশ বেড়ে গেছে। এ কারণে ভারত সরকার, ক্রমবর্ধমান জ্বালানি বিল কমাতে এই দিকে নজর দিচ্ছে।

ভারতকে রুপি-রুবল লেনদেনের মাধ্যমে বিশাল মূল্য ছাড়ে অপরিশোধিত তেল এবং অন্যান্য পণ্য কেনার জন্য প্রস্তাব দিয়েছে রাশিয়া। এখন সেই প্রস্তাব গ্রহণ করার কথা বিবেচনা করছে ভারত সরকার।ভারত সরকারের এক কর্মকর্তা বলেন, রাশিয়া তেল ও অন্যান্য পণ্যে অনেক ছাড় দিচ্ছে। আমরা এটা গ্রহণ করতে পারলে খুশি হবো। ট্যাঙ্কার, বীমা কভার এবং তেলের মিশ্রণ সহ আমাদের কিছু সমস্যা রয়েছে। সেগুলো সমাধান করতে হবে।

এদিকে, কিছু আন্তর্জাতিক ব্যবসায়ী নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ান তেল আমদানি এড়িয়ে চলছে। তবে ভারতীয় কর্মকর্তারা বলছেন, নিষেধাজ্ঞা ভারতকে জ্বালানী আমদানিতে কোনো বাধা দেবে না।রাশিয়া তার বন্ধুপ্রতিম দেশগুলোকে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক ধরে রাখার আহ্বান জানিয়েছে। রাশিয়ার সাথে ভারতের দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। চলমান ইউক্রেন আগ্রাসনের নিন্দা জানিয়ে সম্প্রতি জাতিসংঘে ভোট দেওয়া থেকেও বিরত থেকেছে নয়াদিল্লি। 

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button