অপরাধচট্টগ্রামফেনীবাংলাদেশ

ফেনীতে নিজ বাড়ির ছাদে গাঁজা চাষ করে সেবন ও বিক্রি করে আসছিলেন এক যুবক

ফেনীর দাগনভূঞায় বাড়ির ছাদে গাঁজা চাষ করে বিক্রির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম আবদুর রব ওরফে জুয়েল (৩০)। তাঁর বাড়ি উপজেলার রাজাপুর ইউনিয়নের সমাসপুর এলাকায়।গতকাল রোববার রাতে গাঁজাগাছ ও শুকনো গাঁজাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠায় পুলিশ।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান ইমাম জানান, অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও টবে লাগানো গাজার চারাসহ জুয়েলকে গ্রেপ্তার করা হয়। পরে মামলা দিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার রাজাপুর ইউনিয়নের সমাসপুর এলাকায় নিজ বাড়ির ছাদে গাঁজা চাষ করে নিজে সেবন ও বিক্রি করে আসছিলেন জুয়েল নামের এক যুবক—এমন তথ্যের ভিত্তিতে রোববার রাত ৯টার দিকে তাঁর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তাঁর ঘর থেকে ৫০০ গ্রাম শুকনো গাঁজা ও বাড়ির ছাদে লাগানো টব থেকে গাঁজাগাছ জব্দ করা হয়।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button