উর্বশী রাউটেলা। এই নামের মধ্যেই রয়েছে যাদু। সুন্দরী হ*ট নায়িকা উর্বশী। ইতিমধ্যেই বলিউডে বেশ কতগুলি ছবি করে ফেলেছেন তিনি। ২০১৩ সালে ‘সিং সাব দ্য গ্রেট’ ছবি দিয়ে বলিউডে এন্ট্রী নেন এই নায়িকা।
তারপর ভাগ জনি, গ্রেট গ্র্যান্ড মস্তি, কাবিল, হেট স্টোরি ফোর- এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করতে দেখা যায় তাকে।




উর্বশী সব সময় সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি ও ভিডিও পোস্ট করেন। সম্প্রতি তার একটি ভিডিও সোশ্যাল তিনি পোস্ট করেছেন যেখানে রেড চেক ড্রেসে নাচ করছেন উর্বশী। এই ভিডিও সঙ্গে সঙ্গে ভাইরাল হয়।




আসলে কিছুই না ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা হু হু করছে বাড়ছে। আর তাদেরকে শুভেচ্ছা জানাতেই এই ভিডিও পোস্ট করেছেন উর্বশী।
উর্বশী রাউটেলার হট নাচের ভিডিও দেখুন
বাংলা ম্যাগাজিন /এসপি




বাংলা ম্যাগাজিন /এসপি
সর্বশেষ আপডেট: