অপরাধএক্সক্লুসিভবগুড়াবাংলাদেশরাজশাহীশিক্ষাঙ্গন

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ

বগুড়ার ধুনট উপজেলার বড়িয়া কওমি মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে সাকিবুল হাসান সাকিব (১১) নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।শনিবার সন্ধ্যায় বড়িয়া কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। সাকিব উপজেলার বড়িয়া গ্রামের এনামুল হকের ছেলে। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় রাশেদুল ইসলাম নামে ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন সাকিবের দাদি মিলনা খাতুন।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নাজনীন নাহার বলেন, সাকিবের শরীরে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।ধুনট থানার এসআই মঞ্জুর মোর্শেদ মণ্ডল বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। স্বাস্থ্য কমপ্লেক্সে সাকিবের চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সাকিবের বাবা-মা জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। প্রায় তিন বছর ধরে সাকিব বড়িয়া কওমি মাদ্রাসার আবাসিক হোস্টেলে থেকে হেফজ বিভাগে লেখাপড়া করে। শনিবার সন্ধ্যায় শিক্ষক রাশেদুলের কাছে পড়া শোনাতে যায় সাকিব। কিন্তু পড়ায় ভুল করায় সাকিবকে পেটানো শুরু করেন রাশেদুল।

একপর্যায়ে সাকিবের গলা ধরে মাটিতে আছাড় মারেন। পরে সেখান থেকে দৌড় দিয়ে সাকিব তার দাদির বাড়ি চলে যায়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেন ওই শিক্ষক। সাকিবের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রোববার রাতে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।শিক্ষক রাশেদুল ইসলাম বলেন, পড়া মুখস্থ বলার সময় ভুল করায় সাকিবকে মারধর করেছি। তবে অসাবধানতাবসত বেশি আঘাত পেয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে সমঝোতা করে নিয়েছি।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button