বাংলাদেশবিদ্যুৎ ও জ্বালানী

অ্যাপে মিলছে না বাইক, ফোন দিলেও ভাড়া চায় দ্বিগুণ

শুক্রবার রাত থেকে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ৩৪ থেকে ৪৬ টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার।

প্রজ্ঞাপন অনুযায়ী লিটারে ডিজেল ৩৪ টাকা, পেট্রোল ৪৪ এবং অকটেনের দাম বেড়েছে ৪৬ টাকা। এমন পরিস্থিতিতে রাইড শেয়ার অ্যাপগুলোতে পাওয়া যাচ্ছে না বাইক।

শনিবার (৬ আগস্ট) সকালে ধানমন্ডি থেকে তেজগাঁও যাওয়ার জন্যে উবার অ্যাপে বাইক সার্চ করেন ফাঈম আলম। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। প্রায় ৮ থেকে ৯ বার সার্চ করেও মিলে না বাইক।

শেষে একজন রাজি হলেও জানায় দিতে হবে দ্বিগুণ ভাড়া, নইলে যাবে না।কারণ যানতে চাইলে বাইক চালক জানান, গতকাল রাতে হঠাৎ তেলের দাম বাড়লেও অ্যাপগুলোতে আগের ভাড়া বহাল আছে।

এটা তো সমস্যা, এজন্য ভাড়া বাড়িয়ে দিতে হবে।এদিকে শনিবার সকাল থেকে রাজধানীতে দেখা দিয়েছে তীব্র গণপরিবহন সংকট।

একে তো জ্বালানী তেলের দাম বৃদ্ধি তার উপর ভোর থেকে বৃষ্টি। ফলে চরম দুর্ভোগে সাধারণ মানুষ।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button