ক্রিকেটখেলা

*ভাইস ক্যাপ্টেন হিসেবে দলের ট্রানজেশন চিন্তা করিনি:সোহান*

*ভাইস ক্যাপ্টেন হিসেবে দলের ট্রানজেশন চিন্তা করিনি:সোহান**টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে দলের সহ-অধিনায়কের বড় দ্বায়িত্ব পেয়েছেন নুরুল হাসান সোহান, বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলার মাঠে অনুশীলন শেষে গণমাধ্যমে কথা বলেছেন তিনি।*

*অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বে খেলতে মুখিয়ে তিনি। দায়িত্ব নিয়েও লড়তে চান সোহান।সোহান বলছিলেন, যখন দলে আমরা যারা খেলতে নামি তখন অধিনায়কের দায়িত্ব একরকম থাকে, কিন্তু প্রতিটা ক্রিকেটার অনেক ম্যাচ খেলেছে সবার একটা দায়িত্ব থাকে। তো আমরা সবাই আলাদা দায়িত্ব যদি পালন করতে পারি তাহলে সাকিব ভাইয়ের জন্য ভাল হবে।সোহান বলেন, ভাইস ক্যাপ্টেন হিসেবে দলের ট্রানজেশন ওভাবে চিন্তা করিনি, দেখিওনি কিছু, বেশ কিছুদিন ধরে টি-টোয়েন্টিতে ভাল করতে পারছি না। মনে হয় যে দল হিসেবে ভাল করা খুব গুরুত্বপূর্ণ।*

*আর আমরা যে খুব খারাপ খেলেছি তাও না। কিন্তু আমরা ক্লোজ ম্যাচ যেগুলো আমাদের দিকে আসতে পারব এই জায়গাটায় হেরে যাচ্ছি। ৫০-৫০ বা ৬০-৪০ চান্সের ম্যাচগুলো আমাদের দিকে কিভাবে আনা যায়, এই জায়গাগুলোতে উন্নতি করার একটা জায়গা আছে আমাদের। বিশ্বকাপে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে ম্যাচ খেলা একটি বড় সুযোগ হিসেবে দেখছেন সোহান। সোহান বলেন, আরব আমিরাতের সঙ্গে খেলে লাভ ম্যাচ আপনি যার সাথেই খেলেননা কেন, এটা একটা অভিজ্ঞতা হয়।*

*কোন দলকেই তো টি-টোয়েন্টিতে ছোট করে দেখতে পারবেন না। যেদিন যারা ভাল খেলবে তারাই জিতবে। আমার কাছে মনে হয় যে এটা বিশ্বকাপে যাওয়ার আগে খুব ভাল সুযোগ যে ম্যাচ খেলতে পারছি। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আরব আমিরাতের সঙ্গে ২ ম্যাচ সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ২২ সেপ্টেম্বর এই সিরিজ খেলতে ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।*

*আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর দুবাইয়ে ২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে দেশে ফিরবেন লিটন-সোহানরা। তারপর যাবেন নিউজিল্যান্ডে। সেখান থেকেই বিশ্বকাপ মিশনে উড়বেন অস্ট্রেলিয়ায়।*

বাংলা ম্যাগাজিন /এনএইচ

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button