কক্সবাজারে আশ্রয়শিবিরে আরাকান আর্মির গুলিতে এক রোহিঙ্গা তরুণ নিহত

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী-৮ আশ্রয়শিবিরে মিয়ানমারের সশস্ত্রগোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের গুলিতে মোহাম্মদ জোবায়ের (২৬) নামের এক রোহিঙ্গা তরুণ নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

আজ রোববার ভোর চারটার দিকে বালুখালী আশ্রয়শিবিরের এফ সাব–ব্লকে এ ঘটনা ঘটে।জোবায়ের উপজেলার পালংখালী ইউনিয়নের ওই আশ্রয়শিবিরের এফ সাব–ব্লকের বাসিন্দা উজির মিয়ার ছেলে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেন।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, নিহত তরুণের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, আজ ভোরে আরসা সদস্যরা মোহাম্মদ জোবায়েরের দোকানের মধ্যে ঢুকে তাঁর বুকে ও মাথায় গুলি করে পালিয়ে যান। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বাংলা ম্যাগাজিন /এসকে

Exit mobile version