ঢাকাবাংলাদেশ

কৌতুক অভিনেতা রনির শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো :চিকিৎসক

আজ সোমবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির অবস্থা আগের চেয়ে এখন ভালো।

সংবাদ সম্মেলনে ডা. সামন্ত লাল সেন আরও জানান, একই ঘটনায় দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি জিল্লুর রহমানের শারীরিক অবস্থাও এখন ভালো বলে জানান তিনি।এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

ডা. সামন্ত লাল আরও বলেন, “বার্ন রোগী যতক্ষণ পর্যন্ত বাসায় না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা সম্পূর্ণ শঙ্কামুক্ত বলতে পারি না। তবে গত দুই-তিন দিনের চেয়ে রনির অবস্থা আজকে অনেকটাই ভালো। গতকালও আমরা একটা মেডিকেল বোর্ড বসিয়েছিলাম, আজকেও একটু পর মেডিকেল বোর্ড বসবো।”

এদিকে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা তদন্তে গাজীপুর জেলা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ড. বেনজীর আহমেদ। তিনি বলেন,‘এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।আমি রনির সঙ্গে কথা বলেছি, সে বলেছে আগের চেয়ে ভালো বোধ করছে। আমি ডাক্তারদের সঙ্গে কথা বলেছি।তাদের দুজনের মানসিক শক্তির প্রশংসা করতে হয়। আশা করছি, তারা দ্রুত সুস্থ হয়ে উঠবে। তাদের সব ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে।’

আইজিপি আরও বলেন, দুর্ঘটনা কখনো ঘোষণা দিয়ে আসে না। রনির বলেছে, বেলুন উড়ে গিয়ে তার সামনে পড়েছে। দুর্ঘটনার পাঁচ মিনিট আগে বেলুনগুলো আমাদের সামনে ছিল। সেখানেও দুর্ঘটনা ঘটতে পারত। এ ধরনের দুর্ঘটনা এড়াতে অবশ্যই সবাইকে সতর্ক থাকতে হবে। গাজীপুর মহানগর পুলিশকে ঘটনাটি খতিয়ে দেখতে বলা হয়েছে।

এর আগে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজীপুর জেলা পুলিশ লাইনস মাঠে গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ চার জন দগ্ধ হয়েছেন। পরে রনিসহ তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button