দৈনিক সংক্রমণ ৬০০ ছাড়াল, বেড়েছে শনাক্তের হার,মৃতের সংখ্যা ১

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,গত ২৪ ঘণ্টায় আরও একজন মারা গেছেন,নতুন আরও ৬০১ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন (রবিবার) করোনায় কারও মৃত্যু হয়নি। রোগী শনাক্ত হয়েছিল ৫২৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় যে ব্যক্তির করোনায় মৃত্যু হয়েছে, তিনি ঢাকা বিভাগের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানায় , গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫ হাজার ১৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১১ দশমিক ৬০। আগের দিন এ হার ছিল ১২ দশমিক ৭২।

এখন পর্যন্ত দেশে ২০ লাখ ১৮ হাজার ২১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬০ হাজার ৯৭৭ জন। করোনায় মারা গেছেন ২৯ হাজার ৩৪০ জন।

কিছুদিন ধরে বৈশ্বিকভাবে করোনার সংক্রমণ কমছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । সংস্থার সর্বশেষ সাপ্তাহিক রোগতাত্ত্বিক বিশ্লেষণে বলা হয়েছে, আগের সপ্তাহের তুলনায় সর্বশেষ সপ্তাহে সারা বিশ্বে সংক্রমণ ২৮ শতাংশ কমেছে।

তবে বিশ্বের সব দেশে বা অঞ্চলে তা কমেনি। কোনো কোনো দেশ বা অঞ্চলে সংক্রমণ বেড়েছে। সরকারি হিসাবেই দেখা যাচ্ছে, বাংলাদেশে দেড়-দুই সপ্তাহ ধরে সংক্রমণ বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশে সংক্রমণ ৪৭ শতাংশ বেড়েছে। প্রতিবেশী দেশ মিয়ানমারে একই সময়ে বেড়েছে ১১৭ শতাংশ।

বাংলা ম্যাগাজিন /এমএ

Exit mobile version