যুবদল কর্মী শাওনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে বিএনপি কার্যালয়ের সামনে

আজ শুক্রবার যুবদল কর্মী শাওন ভূঁইয়ার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। জানাজা শেষে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠন ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানায়।মুন্সিগঞ্জ সদর উপজেলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় শাওন।

সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে ফ্রিজিং ভ্যানে করে শাওনের লাশ বিএনপি কার্যালয়ে আনা হয়। এর আগে থেকেই হাজারো নেতা–কর্মী নয়াপল্টনে অবস্থান করছিলেন।জানাজা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাওনের লাশ নিয়ে ফ্রিজিং ভ্যানটি মুন্সিগঞ্জের উদ্দেশে রওনা হয়।

এর আগে মুন্সিগঞ্জে পুলিশ ও বিএনপির মধ্যে সংঘর্ষে চিকিৎসাধীন যুবদলের কর্মী শহিদুল ইসলাম শাওনের মৃত্যুর খবরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান বিএনপির নেতা মির্জা আব্বাস, আমানউল্লাহ আমানসহ অন্যান্য নেতা-কর্মী। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাঁরা হাসপাতালে গিয়ে নিহতের স্বজনদের সমবেদনা জানান।

এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, ‘আমাদের যেখানেই বড় কোনো মিছিল,-মিটিং হচ্ছে, সেখানেই গুলি করা হচ্ছে। এটা অত্যাচারের শেষ সীমায় চলে গেছে। তারা (সরকার) বুঝে গেছে আর ক্ষমতায় থাকতে পারবে না। এ জন্য মরণকামড় দিচ্ছে। আমরা সাংঘাতিক মানসিক যন্ত্রণার মধ্যে আছি।’

আমানউল্লাহ আমান বলেন, ‘শহীদের রক্তে রঞ্জিত হয়েছে সরকারের হাত। আমাদের আন্দোলন চলছে। যত দিন গণতন্ত্র পুনরুদ্ধার না হয়, তত দিন চলবেই।’তখন সাংবাদিকদের জানানো হয়, শুক্রবার বাদ জুমা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শাওনের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান নেতা-কর্মীরা। শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ৩টায় একই স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন তাঁরা।

মুন্সিগঞ্জের মুক্তারপুরে বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত হন যুবদলের কর্মী শাওন (২৬)। পরে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শাওন মারা যান।

বাংলা ম্যাগাজিন /এমএ

Exit mobile version