তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন চার তরুণী

ভারতে কারাভোগ শেষে চার বাংলাদেশি তরুণী দেশে ফিরেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভারতের বনগাঁ পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। তাঁদের বাড়ি যশোর ও গাজীপুরে।

প্রায় তিন বছর পর ভারত সরকারের দেওয়া বিশেষ ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যমে গতকাল সন্ধ্যায় তাঁদের দেশে ফেরত আনা হয়। ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁদের বেনাপোল থানায় হস্তান্তর করা হয়। সেখানে আইনি প্রক্রিয়া শেষ করে তাঁদের জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি প্রতিষ্ঠানের হেফাজতে দেওয়া হবে। পরে তাঁদের নিজ নিজ অভিভাবকের কাছে দেওয়া হবে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, দেশে ফেরত আসা চার বাংলাদেশি তরুণী ভালো কাজের আশায় দালালদের খপ্পরে পড়ে দেশের সীমান্ত দিয়ে ভারতে যান। পরে সে দেশের পুলিশের হাতে আটক হয়ে কারাগারে যান।

Exit mobile version