এশিয়াক্রিকেটখেলাবিশ্ব সংবাদ

লাহোরে টি-টোয়েন্টিতে ৩০০০ রানের রেকর্ডে কোহলিকে ছুঁলেন বাবর

দ্রুততম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ৩ হাজার রানের রেকর্ডে ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে ছুঁলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ৮১তম ইনিংসে এ মাইলফলক ছুঁলেন বাবর, কোহলিরও লেগেছিল সমান ইনিংস।আজ লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সিরিজের ষষ্ঠ ম্যাচে এ রেকর্ড গড়েন বাবর।

আগে ব্যাটিং করে পাকিস্তানের ৬ উইকেটে ১৬৯ রানের সংগ্রহে বাবর খেলেন ৫৯ বলে অপরাজিত ৮৭ রানের ইনিংস। ৪১ বলে ফিফটি করার পর রিচার্ড গ্লিসনকে ছয় মেরে কোহলিকে ছুঁয়ে ফেলেন বাবর। পাকিস্তান সিরিজে এগিয়ে আছে ৩-২ ব্যবধানে।

এর আগে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার ও ২ হাজার ৫০০ রানের রেকর্ডও ছিল বাবরের। ২ হাজার রান ছুঁতে তাঁর লেগেছিল ৫২ ইনিংস। অবশ্য বাবরের সঙ্গে যৌথভাবে সে রেকর্ড তাঁরই ওপেনিং সঙ্গী মোহাম্মদ রিজওয়ানেরও। এখানে কোহলির লেগেছিল ৫৬ ইনিংস। আর ২৫০০ রান পূর্ণ করতে বাবরের লেগেছিল ৬২ ইনিংস।

আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ৩ হাজার রান পূর্ণ করলেন বাবর। কোহলি ছাড়াও এর আগে এমন কীর্তি আছে ভারতের এখনকার অধিনায়ক রোহিত শর্মা, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও আয়ারল্যান্ডের পল স্টার্লিংয়ের। ৩ হাজার রান ছুঁতে গাপটিলের লেগেছিল ১০১ ইনিংস, রোহিতের ১০৮ ইনিংস ও স্টার্লিংয়ের লেগেছিল ১১৩ ইনিংস।

টি-টোয়েন্টিতে দ্রুততম হিসেবে ১ হাজার রানের মাইলফলকের রেকর্ডটি যৌথভাবে ইংল্যান্ডের ডেভিড ম্যালান ও চেক প্রজাতন্ত্রের সাবাউন ডাজিভির। দুজনেরই লেগেছিল ২৪ ইনিংস।আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান রোহিতের—৩৬৯৪।

স্বাগতিকদের লড়াই করার মতো এমন সংগ্রহের পিছনে অধিনায়ক বাবর আজমের বেশি অবদান রয়েছে। ব্যাটিং বিপর্যয়ে বুক চিতিয়ে লড়াই করেছেন তিনি। খেলেছেন ৫৯ বলে ৮৭ রানের অনবদ্য এক ইনিংস। ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ইনিংসটি খেলে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে বিরাট কোহলির সমান ম্যাচে দ্রুততম তিন হাজার রান করলেন বাবর আজম। দুজনই মাত্র ৮১ ইনিংস খেলেই টি-টোয়েন্টিতে ৩০০০ রানের ক্লাবে প্রবেশ করলেন।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button