এক্সক্লুসিভকূটনীতিজাতীয় পার্টিবাংলাদেশরাজধানীরাজনীতি

জিএম কাদেরের সাথে ইইউ রাষ্ট্রদূত এবং ইউরোপীয় রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতদের বৈঠক

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এবং এ দেশে নিযুক্ত সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলোর অন্যান্য রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। রবিবার সকালে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

বৈঠকটির ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানা না গেলেও বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি সহ সামাজিক ও অর্থনৈতিক নানা বিষয় আলোচনায় উঠে আসে বলে জানা গেছে।নিজ বাসভবনে সংস্থাটির পক্ষে উক্ত বৈঠকের নেতৃত্বে ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। অন্যদিকে, জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যানের সাথে সেসময় দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এবং চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষদূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে।

উল্লেখ্য, জিএম কাদের গতকাল (শনিবার) বলেছেন, চলমান সহিংস রাজনীতি আগামী জাতীয় নির্বাচনের জন্য অশনি সংকেত। সহিংসতার মাধ্যমে জোর জবরদস্তির একটি নির্বাচন হবে, সরকারি দল থেকে এমন মেসেজ পাচ্ছেন বলেও জানান তিনি।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button