ধর্ষণ মামলায় র্যাবের এসআই কারাগারে

ধর্ষণের অভিযোগে নীলফামারীতে পুলিশের সাবেক এক উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে ডোমার শহরের চিকনমাটি এলাকার বাসিন্দারা ডোমার থানায় মামলাটি দায়ের করেন। সন্ধ্যায় মামলার আসামি ডোমার থানার সাবেক উপ-পরিদর্শক (এসআই) মহাবীর ব্যানার্জীকে আদালতে হাজির করে পুলিশ।
মহাবীর দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কেউটপাড়া এলাকার কালী মোহন ব্যানার্জীর ছেলে।আজ সন্ধ্যায় মামলার আসামি ডোমার থানার প্রাক্তন উপ-পরিদর্শক(এসআই)ও মহাবীর ব্যানার্জীকে আদালতে হাজির করে পুলিশ।মহাবীর দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কেউটপাড়া এলাকার কালী মোহন ব্যানার্জীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় এক বছর আগে স্বামীর বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরী করেছিলেন (জিডি) ওই নারী।বিষয়টি তদন্তের দায়িত্ব পান সে সময়ে ডোমার থানায় থাকা এসআই মহাবীর। তদন্তের সুবাধে ওই নারীর সাথে সুসম্পর্ক গড়ে তোলেন অভিযোগ তদন্তকারী কর্মকর্তা মহাবীর।
এরইমধ্যে গত ছয়মাস আগে ডোমার থানা থেকে এসআই’র বদলী হলেও মোবাইলে যোগাযোগ অব্যাহত ছিলো তাদের।এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে পূজাঁর ছুটিতে এসে গত ৫অক্টোবর রাতে বাড়িতে কেউ না থাকার সুবাদে ওই নারীর সাথে অবৈধ শারীরিক সম্পর্ক করে মহাবীর। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা তাকে আটক করেন।
ধর্ষণের শিকার ওই নারী জানান, এর আগেও গেল ২৮ সেপ্টেম্বর রাতে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে।গতকালের ঘটনার পর মিমাংসায় বসা হয়েছিলো কিন্তু মহাবীর বিয়েতে রাজি হয়নি। যার কারণে থানায় মামলা করতে হয়েছে।ডোমার ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ জানান, পৌরসভার কাউন্সিলরের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আমি যাই। তাদের কথাবার্তায় মনে হয়েছে তাদের মধ্যে একটা সম্পর্ক ছিলো। গতকাল রাতে পুলিশ কর্মকর্তাকে ওই নারীর নিকটাত্মীয়রা আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।