Bangla News

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুনতাজ হোসেন (৩২) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।আজ রোববার (৯ অক্টোবর) সকালে উপজেলার ছোট বলদিয়া সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের কাছ থেকে নিহতের মরদেহ নিয়ে যান বিএসএফ সদস্যরা। মুনতাজ ছোট বলদিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

জানা যায়, সকাল ১০টার দি‌কে নিহত যুব‌কের লাশ নি‌য়ে যায় বি‌এসএফ। এ ঘটনার পর সীমা‌ন্তে টহল জোরদার করা হ‌য়ে‌ছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বি‌জি‌বির প‌রিচালক শাহ মো. ইশ‌তিয়াক (‌পিএস‌সি) বলেন, পতাকা বৈঠ‌ক ও লাশ ফেরত চে‌য়ে পত্র দেওয়া হ‌য়ে‌ছে।আগে আজ ভোর রাত ৪টার দিকে জানা যায়, সকাল ১০টার দি‌কে নিহত যুব‌কের লাশ নি‌য়ে যায় বি‌এসএফ। এ ঘটনার পর সীমা‌ন্তে টহল জোরদার করা হ‌য়ে‌ছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বি‌জি‌বির প‌রিচালক শাহ মো. ইশ‌তিয়াক (‌পিএস‌সি) বলেন, পতাকা বৈঠ‌ক ও লাশ ফেরত চে‌য়ে পত্র দেওয়া হ‌য়ে‌ছে।

এর আগে আজ ভোর রাত ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার খৈতলা সীমান্তের বিপরীতে ভারতের কৈজুরী এলাকায় ‌বিএসএফের গুলিতে মো. হাসানুর রহমান (২৫) নামে আরও এক যুবক নিহত হনসদর উপজেলার খৈতলা সীমান্তের বিপরীতে ভারতের কৈজুরী এলাকায় ‌বিএসএফের গুলিতে মো. হাসানুর রহমান (২৫) নামে আরও এক যুবক নিহত হন।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button