Bangla Newsজাতীয়

না ফেরার দেশে চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী।

একুশে পদকজয়ী প্রবীণ চিত্রশিল্পী ও শিক্ষক সমরজিৎ রায় চৌধুরী আর নেই।রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তিনি মারা গেছেন।তার বয়স হয়েছিল ৮৫ বছর।সমরজিৎ রায়ের ছেলে সুরজিৎ রায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন,

সুরজিৎ রায় চৌধুরী জানান, গত তিন দিন তার বাবার শরীরের অবস্থার অবনতি হয়। জ্বর কোনোভাবে নামছিল না। ৫ সেপ্টেম্বর থেকে তিনি হাসপাতালে ছিলেন। এক সপ্তাহ পর তাকে বাসায় নেয়া হয়। ১৫ সেপ্টেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে সেদিন আবার তাকে হাসপাতাল ভর্তি করা হয়। আজ সেখানেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী আর নেই।

রবিবার (৯ অক্টোবর) দুপুর ২টা ৪০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।খ্যাতিমান এই চিত্রশিল্পীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ছেলে সুরজিৎ রায় চৌধুরী।সমরজিৎ রায় চৌধুরীর জন্ম ১৯৩৭ সালে। চিত্রকলায় অবদানের জন্য ২০১৪ সালে তিনি একুশে পদক পেয়েছেন।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button