সারা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু ও ৬৪৭ রোগী হাসপাতালে ভর্তি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মারা গেছেন একজন। এ নিয়ে ডেঙ্গুতে মোট মারা গেছেন ৭৫ জন।

আজ বুধবার সারা দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সারা দেশে দুই হাজার ৪৮১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকার ৫১টি হাসপাতালে এক হাজার ৮১২ এবং ঢাকার বাইরের হাসপাতালে ৬৬৯ জন ভর্তি আছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪১৫ এবং ঢাকার বাইরের ২৩২ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বুধবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২২ হাজার ৫১৭ জন।

এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৬ হাজার ৭৬২ এবং ঢাকার বাইরে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট পাঁচ হাজার ৭৫৫।

এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৯৬১ জন।

Exit mobile version