ঠাকুরগাঁওনির্বাচনবাংলাদেশবিএনপিরাজনীতি

এক দফা এক দাবি,সরকারকে পদত্যাগ করতেই হবে:মির্জা ফখরুল

আজ বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কে জেলা বিএনপি কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তখন মির্জা ফখরুল দাবি করেন, দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়—গতকাল গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে সেটিই প্রমাণিত হয়েছে ।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা একই কথা বলে আসছি, সেটি হলো, দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।গাইবান্ধা-৫ আসনে সমস্ত শক্তি প্রয়োগ করেও বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারেনি। না পারার কারণে তারাই নির্বাচন বন্ধ করে দিয়েছে। বিএনপি যে কথা বলে আসছে সে কথাই আবারও প্রমাণিত হলো।’

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কী হলো না হলো সেটিতে বিএনপির আগ্রহ নেই। তবে বিএনপির আগ্রহ একটাতেই সেটি হলো শুধু নির্বাচন সিস্টেম বা ব্যবস্থা নয়, সমস্ত দেশকে যারা বিভাজন করেছে, গণতন্ত্রকে যারা হরণ করেছে, রাষ্ট্রকে যারা আজকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে তাদেরকে সরিয়ে সত্যিকার অর্থেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, নিরপেক্ষ সরকারের অধীনে একটি নতুন নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে অবাধ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন। আর এটাই মুক্তির একমাত্র পথ বলে মনে করি।’

তিনি আরও বলেন, ‘সে কারণেই বিএনপি গণআন্দোলন শুরু করেছে। চট্রগ্রাম থেকে আন্দোলন শুরু হয়েছে। সেখানে যে জনতার ঢল নেমেছে। লাখো মানুষের যে সমাগম হয়েছে, সে সমাবেশ থেকে আন্দোলন আড়ম্ব হলো। সেখান থেকেই সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। এই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। এক দফা এক দাবি। সরকারকে পদত্যাগ করতেই হবে। আন্দোলনে পতন হবে সরকারের। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে নির্বাচন।’

গত সোমবার নড়াইলের লোহাগড়ায় মধুমতী সেতু এবং নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধনের সময় সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তাহলে দেশে প্রধানমন্ত্রী আছে কেন? দেশের দুর্ভিক্ষ নিয়ন্ত্রণ করার দায়িত্ব তাঁর। তিনি যখন বলছেন, পানি কম খান, খাবার কম খান, গ্যাস-বিদ্যুৎ কম খরচ করেন, তাহলে তো তাঁর প্রধানমন্ত্রী থাকার প্রয়োজন নেই।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি নুর করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক, সাংগঠনিক সম্পাদক মো. পয়গাম আলী, মো. জাফরুল্লাহ, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, সাধারণ সম্পাদক নাজমা পারভিন ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button