করোনা ভাইরাসবাংলাদেশস্বাস্থ্য ও চিকিৎসা

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪জনের মৃত্যু, শনাক্ত ৩৪৬জন

শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৯৩ জনে।

এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৪৬ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩১ হাজার ৭৯৭ জনে।আগের দিন করোনায় একজনের মৃত্যু হয় এবং করোনা শনাক্ত হয়েছিল ৪৪৫ জনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ৮৮২টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় চার হাজার ৮১০টি নমুনা সংগ্রহ এবং চার হাজার ৮৪০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার সাত দশমিক ৯২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে দুজন ঢাকা বিভাগে, একজন সিলেট ও আরেকজন ময়মনসিংহ বিভাগের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা থেকে সেরে উঠেছেন ৬৮৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৩ হাজার ৭২ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button