আমার জন্য ‘মা’ শুধু সিনেমা না, একটা আবেগঃ পরীমনি

গত বৃহস্পতিবার মুক্তিযুদ্ধের গল্পনির্ভর টেলিভিশনের প্রশংসিত নির্মাতা অরণ্য আনোয়ারের পরিচালনায় প্রথম সিনেমা ‘মা’ সেন্সর ছাড়পত্র পেয়েছে।বিনা কর্তনে ছাড় পায় পরীমণি অভিনীত ‘মা’ সিনেমাটি। ‘মা’ প্রযোজনা করছেন যৌথভাবে প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া ও অরণ্য আনোয়ার।

পরিচালক অরণ্য আনোয়ার জানান, এই সিনেমায় ১৯৭০ ও ১৯৭১ সালের চিত্র উঠে এসেছে। ১৯৭১ সালে মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্পই আছে এতে। পরীও এখানে বড় চ্যালেঞ্জ নিয়ে কাজটি করেছেন।

সিনেমাটি সেন্সর ছাড়পত্র পাওয়ায় উচ্ছ্বসিত পরীমণি বলেন, ‘আমার জন্য মা শুধু সিনেমা না, একটা আবেগ। অনেক অনুভূতি জড়িয়ে এ সিনেমা ঘিরে। যখন মা সিনেমায় চুক্তি করি, তখন রাজের সঙ্গে আমার পরিচয়ও হয়নি। বেশ পরে যখন আমি এই সিনেমার শুটিং করতে যাই, তখন আমি ৪ মাসের অন্তঃসত্ত্বা। সিনেমাটির সঙ্গে কত স্মৃতি, কত আবেগ ও ভালোবাসা জড়িয়ে আছে।’

সিনেমায় পরীমণি মায়ের চরিত্রে অভিনয় করেছেন। তবে অভিনেত্রীর জন্য এটি ছিল বাড়তি অনুভূতির। কারণ তিনি তখন নিজেই অন্তঃসত্ত্বা ছিলেন।

Exit mobile version