গাইবান্ধানির্বাচন

ইভিএমের কারিগরি ত্রুটির কারণে গাইবান্ধায় ভোট দিতে বিলম্ব

ইভিএমের কারিগরি ত্রুটির কারণে গাইবান্ধা জেলা পরিষদের ভোট শুরু হয়েছে নির্ধারিত সময়ে ২৫ মিনিট পরে। জেলা প্রশাসক অলিউর রহমান এসে যান্ত্রিক ত্রুটি নিয়ন্ত্রণে আনলে ভোট গ্রহণ শুরু হয়। গাইবান্ধা আসাদুজ্জামান কেন্দ্রে প্রথম ভোট প্রদান করেন গিদারী ইউপি চেয়ারমান হারুনুর রশিদ ইদু। তবে যান্ত্রিক ত্রুটির কারণে গাইবান্ধা আসাদুজ্জামান কেন্দ্রে ভোট দিতে বিলম্ব হচ্ছে বলে ভোটাররা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।

গাইবান্ধায় আজ সকাল ৯টায় উৎসবমুখর পরিবেশে জেলা পরিষদের নির্বাচন শুরু হয়েছে। চলবে দুপুর ২টা পর্যন্ত। তবে গাইবান্ধা সদরের আসাদুজ্জামান উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ইভিএমের কারিগরি ত্রুটির কারণে ২০ মিনিট দেরিতে ভোটগ্রহণ শুরু হয়।কেন্দ্রের ভেতরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে গাইবান্ধা সদরসহ বিভিন্ন কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কর্মী-সমর্থকরা উপস্থিত হয়েছেন।

গাইবান্ধার সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর, গাইবান্ধা, পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি সহ ৭টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এসব কেন্দ্রে ১১শ ২৪ জন ভোটার আজ বেলা ২টা পর্যন্ত তাদের ভোট প্রয়োগ করতে পারবেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী নির্বাচন অফিসার মো. আব্দুল মোত্তালিব জানান, প্রতিটি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে। কেন্দ্রগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আছে। সাতটি কেন্দ্রে সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া, নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা আসনে ৪ জন এবং সাধারণ সদস্য পদে ৩৪ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করছে।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিক (তালগাছ প্রতীক), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার (ঘোড়া প্রতীক) ও স্বতন্ত্র মো. শরিফুল ইসলাম (হেলিকপ্টার প্রতীক)। সাত উপজেলায় সাতটি কেন্দ্রের ১৪টি কক্ষে মোট এক হাজার ১২৪ জন ভোটার ভোট দেবেন।

এসব কেন্দ্রে প্রিসাইডিং অফিসার সাতজন, সহকারী প্রিসাইডিং অফিসার ১৪ জন এবং পোলিং অফিসার হিসেবে ২৮ জন দায়িত্ব পালন করছেন।ইভিএমে ভোট প্রদান ছাড়াও কেন্দ্রের চারদিকে সিসি ক্যামেরা বসানো হয়েছে।

গাইবান্ধার জেলা প্রশাসক মো: অলিউর রহমান জানান, ভোট কেন্দ্র নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশ, আনসার নিয়োজিত রয়েছে।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button