নির্বাচনবাংলাদেশবিএনপিরাজধানীরাজনীতি

আগামীকাল এনডিপি ও জমিয়তে উলামায়ে সঙ্গে সংলাপ বিএনপির

আগামীকাল মঙ্গলবার ২০-দলীয় জোটের শরিক ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টি (এনডিপি) ও জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে পৃথকভাবে সংলাপে বসবে বিএনপি।সরকারবিরোধী আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করতে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সংলাপ শুরু করেছে বিএনপি।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এদিন বেলা ১১টায় এনডিপি এবং দুপুর ১২টায় জমিয়তের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

জানা গেছে, সরকার হঠাতে ২২টি সমমনা দলের সঙ্গে প্রথম দফার সংলাপের মধ্য দিয়ে যুগপৎ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। কোন কোন দাবির ভিত্তিতে এই আন্দোলন পরিচালিত হবে দ্বিতীয় দফার সংলাপে মূলত সেই বিষয়টি নিয়েই আলোচনা হচ্ছে।

উল্লেখ্য গত ২ অক্টোবর ২০-দলীয় জোট শরিক কল্যাণ পার্টির সঙ্গে সংলাপের মধ্য দিয়ে দ্বিতীয় দফার সংলাপ শুরু করে বিএনপি।

এনডিপির চেয়ারম্যান ক্বারী আবু তাহের এবং জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মনছুরুল হাসান রায়পুরী সংলাপে নিজ নিজ দলের নেতৃত্ব দেবেন। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত থাকবেন।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button