সারা দেশে করোনায় আরও ৬ জনের মৃত্যু ,শনাক্ত ২৮৭ জন

আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৯৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৩ হাজার ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪০৮ জন। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ৫৫৪ জন সুস্থ হয়েছেন এবং এ পর্যন্ত ১৯ লাখ ৭৫ হাজার ৪০৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৬ দশমিক ৯৭ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৬ দশমিক ৯২ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫  শতাংশ। ২৪ ঘণ্টায় ৫ জন পুরুষ এবং ১ জন নারী  মারা গেছেন।  দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৭৭০ জন এবং নারী ১০ হাজার ৬৩৮ জন।

নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ১৮৯ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ১৯৯ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৪১ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ৯ জন রোগী শনাক্ত হয়েছেন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

Exit mobile version