অন্যান্য দলবাংলাদেশরাজনীতি

কর্মসূচিতে প্রতিবন্ধকতা তৈরি করে সরকারের শেষ রক্ষা হবে না

বিএনপির চলমান বিভিন্ন কর্মসূচিতে প্রতিবন্ধকতা তৈরি করায় সরকারের সমালোচনা করেছেন ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ। তিনি বলেছেন, এসব করে সরকারের শেষ রক্ষা হবে না।

কর্নেল অলি বলেন, শান্তিপূর্ণভাবে মিছিল-মিটিং করার অধিকার সবার রয়েছে। সরকার ভয়ে সেগুলো বন্ধ, দমনের জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছে। বিএনপির নেতাকর্মীদের ঘরে থাকতে দিচ্ছে না। বৃহত্তর খুলনা জেলায় বাস, ট্রাক সব বন্ধ করে দিয়ে সমাবেশ পণ্ড করার চেষ্টায় লিপ্ত রয়েছে।

আজ শুক্রবার সাংবাদিকদের কাছে পাঠানো এক অডিও বার্তায় তিনি বলেন, বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশকে ঘিরে দলটির নেতাকর্মীদের ওপর যেভাবে নগ্ন হামলা ও অত্যাচার করা হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক। যারা রাজনীতি করে বা করে না—প্রত্যেকের কথা বলা এবং সরকারের সমালোচনা করার অধিকার রয়েছে।

কর্নেল অলি আরও বলেন, সরকারকে বুঝতে হবে এসব করে তাদের শেষ রক্ষা হবে না। কারণ ডলার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং সমাজে যে অশান্তি সৃষ্টি হয়েছে এখান থেকে কোনোক্রমেই বের হতে পারবে না।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button