প্রধানমন্ত্রী বৃহস্পতিবার পায়রা বন্দরের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বৃহস্পতিবার পায়রা সমুদ্রবন্দরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ওইদিন সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এসব কর্মকাণ্ডের উদ্বোধন করবেন তিনি।সোমবার পায়রা বন্দরের সভাকক্ষে এ উপলক্ষে এক প্রস্তুতি সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রী পায়রা বন্দরের ক্যাপিটাল ড্রেজিং, আটটি জাহাজ, প্রথম টার্মিনাল, ছয় লেন সংযোগ সড়ক ও সেতুর নির্মাণকাজ উদ্বোধন করবেন। ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ হবে। প্রধানমন্ত্রী ২০১৩ সালের ১৯ নভেম্বর পায়রা সমুদ্রবন্দর উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী বলেন, পায়রা বন্দর প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রকল্প। দক্ষিণাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তিনি এই বন্দর নির্মাণ করেন। আমরা এ বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে জাগরিত অর্থনীতি দেখতে পাচ্ছি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব রফিকুল ইসলাম খান, সদস্য (হারবার অ্যান্ড মেরিন) কমডোর এম মামুনূর রশিদ, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) কমডোর রাজিব ত্রিপুরা, পরিচালক (প্রশাসন) কাজী ফারুক আহমেদ, হারবার মাস্টার ক্যাপ্টেন এস এম শরিফুর রহমান, উপপরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান প্রমুখ।

Exit mobile version