ঢাকাদুর্ঘটনারাজধানী

প্রবল বৃষ্টির মধ্যে ৯৯৯-এ ফোন পেয়ে রাজধানীতে নারীর লাশ উদ্ধার

গতকাল সোমবার রাত ১২টা দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন আসে। বলা হয়,রাজধানীর ঢাকার ডেমরার হাজী বাদশা মিয়া সড়কের ভুট্টো চত্বরে পানিতে এক নারীর লাশ ভাসছে।

এ খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে তখনও রাজধানীতে ঝোড়ো বাতাস ও তুমুল বৃষ্টি।ঐ নারীর বয়স আনুমানিক ৩৫ বছর।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রবল বৃষ্টির মধ্যে ৯৯৯-এ ফোন পেয়ে ঐ নারীর লাশ উদ্ধার করা হয়। তখন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। লাশটি পানিতে ভাসছিল। পরে লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

তবে ঐ নারীর পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা জাতীয় পরিচয়পত্রের সার্ভারের সঙ্গে ঐ নারীর আঙুলের ছাপ মিলিয়ে পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন।ঐ নারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে বলেও জানান পুলিশ কর্মকর্তা শফিকুর রহমান।

তিনি বলেন, ‘ঐ নারীর মাথায় এবং হাতে আঘাত রয়েছে। তাঁকে কেউ হত্যা করেছেন, এমন মনে হয়নি। আমরা ধারণা করছি, প্রবল বৃষ্টির মধ্যেই জলাবদ্ধ রাস্তায় ওই নারী হেঁটে যাচ্ছিলেন। তখন কোনো ট্রাক বা পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে তাঁর মৃত্যু কীভাবে হয়েছে।’

এদিকে মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনের সড়কের পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার হয়েছে। লাশটি সড়কের পাশে ড্রেনের ওপর থাকা পানিনিষ্কাশনের গ্রিলের ঢাকনার ওপর আটকা পড়েছিল।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button