
সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নারকিলা গ্রামে দুই তরুণ-তরুণীর প্রেমের জেরে দুই পক্ষের সংঘর্ষে প্রেমিকার পিতা জাহাঙ্গীর হোসেন (৫২) নিহত হন।নিহত জাহাঙ্গীর হোসেন (৫২) ওই গ্রামের মজর উদ্দিনের ছেলে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ১৭ বছরের তরুণী সোমা আক্তার। ২০ বছরের তরুণ মোতাব্বির হোসেন। একই গ্রামের পাশাপাশি পাড়ার বাসিন্দা। বছর তিনেক আগে তাদের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে তাদের প্রেম গভীর হয়।
প্রেমের টানে গত সাতদিন আগে প্রেমিক মোতাব্বিরের বাড়িতে চলে আসেন প্রেমিকা সোমা। এতে ক্ষিপ্ত হয়ে উঠে মোতাব্বিরের পরিবারের সদস্যরা। জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিক মোতাব্বিরের পিতা মুতলিব মিয়া দলবল নিয়ে সোমার বাড়িতে যায়। কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।
শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানা পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।