এশিয়াক্রিকেটখেলা

ভারতের কাছে ৫ রানে হেরেই গেল বাংলাদেশ

ভারতের বিপক্ষে আমরা সব সময়ই আশা জাগাই কিন্তু শেষ পর্যন্ত পারি না, সাকিবের সরল উক্তিতে মিশে থাকল অনেক কিছু। হতাশা, অতৃপ্তির সঙ্গে উঠে এলো বাস্তবতাও। আরও একবার প্রতিবেশী দেশটিকে হারানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে গেল।

ব্যবধান স্রেফ ৫ রান। ব্যাটিংয়ে আরেকটু মাথা খাটাতে পারলে, ব্যাটসম্যানরা উইকেট ছুড়ে আসার প্রতিযোগিতায় না নামলে ম্যাচের ফল অন্য রকম হতেই পারত।

১৮৫ রানের টার্গেট। প্রতিপক্ষ ভারত। জিতবে বাংলাদেশ? সংশয় ছিল শুরুতে। তবে লিটনের আগ্রাসী ব্যাটিংয়ে আশা জাগে টাইগার ভক্তদের মাঝে। সাত ওভারে বিনা উইকেটে বাংলাদেশের রান যখন ৬৬, তখনই অ্যাডিলেডে বৃষ্টি।

বৃষ্টির পর বাংলাদেশের সামনে দাঁড়ায় নতুন টার্গেট, ১৬ ওভারে করতে হবে ১৫১ রান। ভেজা মাঠে সেই লক্ষ্য স্পর্শ করতে পারেনি বাংলাদেশ নিদারুণ ব্যাটিং ব্যর্থতায়। বিশ্বকাপে সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার ভারতের কাছে বৃষ্টি আইনে বাংলাদেশ হেরেছে ৫ রানে। আগে ব্যাট করতে নেমে কোহলি ও রাহুলের ফিফটিতে ৬ উইকেটে ১৮৪ রান করে ভারত। জবাবে বৃষ্টি বাগড়া ম্যাচে ১৬ ওভারে বাংলাদেশের ইনিংস থামে ৬ উইকেটে ১৪৫ রানে।

ভারতীয় বোলিং গুঁড়িয়ে ২৭ বলে ৬০। তিন ছক্কার সঙ্গে সাত চার। কোনো বোলার একটুও ভাবাতে পারেননি তাকে। বরাবরের মতোই অনিন্দ্য সুন্দর ব্যাটিং। স্টাইলিশ ব্যাটিংয়ে কেড়ে নিলেন মন। গড়ে দিলেন ভিত।

এরপরও জিততে পারল না বাংলাদেশ। হারাল ভারতকে হারানোর অনেক বড় সুযোগ। ১০ উইকেট হাতে নিয়ে ৯ ওভারে ৮৫ রান খুব কঠিন কোনো সমীকরণ নয়। ৮ উইকেট হাতে নিয়ে ৫ ওভারে ৫২ রানও করতে না পারার কোনো কারণ নেই।

তবুও হারের পথ বের করে ফেললেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।তাদের নিদারুণ ব্যর্থতায় শেষ চারের আশা প্রায় শেষ হয়ে গেল বাংলাদেশের।

এই জয়ে সেমির সম্ভাবনা জোড়াল করল ভারত। বাংলাদেশের সেমির স্বপ্ন হলো ধূসর। সেমিতে যেতে হলে শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে হবে বাংলাদেশকে, পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকে।

রোমাঞ্চকর লড়াইয়ে জিতে শীর্ষে উঠে গেল ভারত। গ্রুপ টুয়ে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে ভারত। তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বাংলাদেশ।৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিনে বাংলাদেশ। পরের তিনটি স্থানে আছে যথাক্রমে জিম্বাবুয়ে, পাকিস্তান ও নেদারল্যান্ডস।

সংক্ষিপ্ত স্কোর

ভারতঃ ২০ ওভারে ১৮৪/৬ (রাহুল ৫০, রোহিত ২, কোহলি ৬৪*, সূর্যকুমার ৩০, পান্ডিয়া ৫, কার্তিক ৭, আকসার ৭, অশ্বিন ১৩*; তাসকিন ৪-০-১৫-০, শরিফুল ৪-০-৫৭-০, হাসান ৪-০-৪৭-৩, মুস্তাফিজ ৪-০-৩১-০, সাকিব ৪-০-৩৩-২)

বাংলাদেশঃ(লক্ষ্য ১৬ ওভারে ১৫১) ১৬ ওভারে ১৪৫/৬ (শান্ত ২১, লিটন ৬০, সাকিব ১৩, আফিফ ৩, ইয়াসির ১, সোহান ২৫*, মোসাদ্দেক ৬, তাসকিন ১২*; ভুবনেশ্বর ৩-০-২৭-০, আর্শদিপ ৪-০-৩৮-২, শামি ৩-০-২৫-১, আকসার ১-০-৬-০, অশ্বিন ২-০-১৯-০, পান্ডিয়া ৩-০-২৮-২)

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button