
আজ সোমবার বেলা ১২টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের স্টেশন রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনে ৭ই নভেম্বর উপলক্ষে আয়োজিত বিএনপির সমাবেশে মিছিল নিয়ে যোগদান করাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্টেশন রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশের লাঠিচার্জ ও গুলিতে জেলা যুবদল সভাপতি খসরুজ্জামান শরীফসহ অন্তত ৫ নেতাকর্মী আহত হন।
এছাড়া বিএনপি নেতাকর্মীদের ছোড়া ইটপাটকেলে সদর মডেল থানার ওসি মোহাম্মাদ দাউদসহ সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।
এ পরিস্থিতিতে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা চলছে বলে জানা যায় । কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ সদস্যরা।
সদর মডেল থানার ওসি মোহাম্মাদ দাউদ জানান,যে কোনো পরিস্থিতি সামাল দিতে পুলিশের পুরো টিম প্রস্তুত রয়েছে।