আওয়ামী লীগছাত্রলীগঢাকাবাংলাদেশরাজধানীরাজনীতি

যুবলীগের মহাসমাবেশে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের মহাসমাবেশে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে এক নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।আজ শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত চিকিৎসা নিতে পাঁচজন হাসপাতালে এসেছেন। তারা হাতে-পায়ে আঘাত পেয়েছেন। বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে, তাদের আঘাত গুরুতর নয়। চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে।

সংঘর্ষে আহতরা হলেন—মোহাম্মদ হাবিবুর রহমান (২৪), মোহাম্মদ নাফিস (২৩), মো. শাহিন (৪০), মো. জিহাদ (২৪) ও মোছা. সালমা বেগম (৪০)। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ছাত্রলীগ সূত্রে জানা গেছে, দুপুরে জুমার নামাজের পর জহুরুল হক হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বেরিয়ে আসার সময় যুবলীগ নেতা-কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। যুবলীগের কর্মীরা সংখ্যায় বেশী থাকায় সুবিধা পায়। পরে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

হামলায় আহতদের অধিকাংশই জহুরুল হক হলের প্রথম-দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাদের কয়েকজনের মাথার ফেটেছে। হামলার মধ্যস্থতা করতে গিয়ে ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনও আহত হয়েছেন।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button