বাগেরহাটে দুর্বৃত্তের গুলিতে স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক খুন

বাগেরহাটে দুর্বৃত্তের গুলিতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক তানু ভূঁইয়া (৩৯) নিহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে শহরের বাসাবাটি পদ্মপুকুরের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।তানু ভূঁইয়া বাগেরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকও ছিলেন। পুলিশ বলছে, তাঁর বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

বাগেরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার গুলিবিদ্ধ হয়ে তানু ভূঁইয়ার মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহত ব্যক্তির শরীরে কয়টি গুলি রয়েছে, তা তাৎক্ষণিক নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়ক পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, তানু ভূঁইয়া নামের এক ব্যক্তি অজ্ঞাতনামা দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে শহরের বাসাবাটি পদ্মপুকুরের মোড় এলাকায় দুর্বৃত্তরা তানু ভূঁইয়ার ওপর গুলি চালিয়ে চলে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যার বাগেরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Exit mobile version