পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চুক্তিতে আরও দুই বছর রাখছে সরকার

আজ বুধবার (১৬ নভেম্বর) জনপ্রাশন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তাতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব চালিয়ে আসা মাসুদ বিন মোমেনকে চুক্তিতে আরও দুই বছর রাখছে সরকার।

আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে এ আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।তার অবসরোত্তর ছুটি এবং তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ৬ ডিসেম্বর থেকে পরবর্তী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে এ প্রজ্ঞাপন জারি করা হয় ।

আগামী ৫ নভেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মাসুদ বিন মোমেনের।

মাসুদ বিন মোমেন পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পদোন্নতি পেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান করেন।

এর আগে, তিনি ২০১৫ সাল থেকে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। মাসুদ বাংলাদেশ সিভিল সার্ভিসে (পররাষ্ট্র ক্যাডারে) ১৯৮৮ সালে সহকারী সচিব হিসেবে যোগ দেন।

Exit mobile version