Bangla News

এবার সুখবর দিলেন হিরো আলম

বিনোদন ডেস্ক : রমজানের শুরুতে ইসলামিক সংগীত নিয়ে হাজির হয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। সেই সংগীতের রেশ কাটিয়ে ওঠার আগেই জানান, ঈদের আগ মুহূর্তে ‘ঈদ মোবারক’ শিরোনামে আরও একটি ইসলামিক সংগীত প্রকাশ করবেন। এবার জানালেন, এই ঈদেই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা।

ঈদ কেন্দ্র করে বাবুল রেজা পরিচালিত ‘টোকাই’ সিনেমা মুক্তি পেতে যাওয়ার কথা নিজেই জানিয়েছেন হিরো আলম। বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এ কথা জানান তিনি।

টোকাই’ সিনেমা এর আগেও কয়েকবার মুক্তি দেওয়ার ঘোষণা এসেছে। গত বছরও রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা জানিয়েছিলেন হিরো আলম। কিন্তু পরে আর প্রেক্ষাগৃহের মুখ দেখতে পায়নি সিনেমাটি।

বাবুল রেজা পরিচালিত সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২০২১ সালের মার্চে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন হিরো আলম। এটি তার প্রযোজিত দ্বিতীয় সিনেমা।

এ সিনেমায় হিরো আলম ছাড়াও আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, রেহেনা জলি, দুলারী, ড্যানি রাজ, রিনা খান প্রমুখ।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button