Bangla News

টাকার হিসাব চাইলেই মাথা খারাপ হয় সালাউদ্দিনের!

এবার ‘টাকার অভাবে’ সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল ২০২৪ প্যারিস অলিম্পিক ফুটবলের এশিয়ান অঞ্চলের বাছাই খেলতে পারেনি! আর সেই ঘটনার ব্যাখ্যা দিতে এসে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন অহেতুক খোঁঁচা মেরে বসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। এমনকী বাংলাদেশ ক্রিকেট দল ম্যাচ জয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করে পাপনকে শুভেচ্ছা জানানো নিয়েও তিনি খোঁচা মারতে ছাড়েননি। এ বিষয়ে আজ মুখ খুললেন পাপন। মজা করেই বললেন, সাংবাদিকরা টাকার হিসাব চাওয়ায় সালাউদ্দিনের মাথা খারাপ হয়ে গিয়েছিল!

গত ৩ এপ্রিল সংবাদ সম্মেলনে কাজী সালাউদ্দিন বলেছিলেন, “মেয়েরা সাফল্য পেলে প্রধানমন্ত্রীসহ আর্মি চিফসহ সবাই সাহায্য করে থাকে। তিনি (প্রধানমন্ত্রী) ফুটবলেরও প্রিয়। সবার ব্যক্তিত্ব তো এক না। আমি তো লোক দেখিয়ে বলব না, ‌’এই প্রধানমন্ত্রী ফোন দিয়েছে।’ আমি ওই রকম না। আপনাদের বুঝতে হবে। আমি ফুটবল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। স্বাধীনতা থেকে আজ পর্যন্ত। আমি ওই নাটক করতে পারব না। আমি প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাব। আমি লোক দেখাতে পারব না। দুঃখিত, এটাই আমার চরিত্র।”

আজ শুক্রবার মিরপুর শেরে বাংলায় সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপনের কাছে এ বিষয়ে বক্তব্য জানতে চাওয়া হয়। জবাবে পাপন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ফোন করলে আমি যেখানে থাকি, যে অবস্থায় থাকি ফোন ধরি। আমি জানি না কেন বলেছে…। এটা নিয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি না। এটার সাথে এটার কী সম্পর্ক আমি জানি না।’ তিনি মজা করে বলেন, ‘মনে তো হয় সমস্যাটা আপনাদের (সাংবাদিকদের) নিয়েই। আপনারা এত বাজে প্রশ্ন করলেন…. “ওই টাকা দিয়ে কী করছেন….” এটা করলে তো যে কারোরই মাথা খারাপ হবে এটা স্বাভাবিক।’

দেশের ফুটবল যেখানে দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে, সেখানে ক্রিকেট দলই এনে দিচ্ছে একের পর এক আন্তর্জাতিক সম্মান। তবু ক্রিকেট বোর্ডের কর্তাদের নিয়ে সমালোচনার অভাব নেই। বাদ যান না বিসিবি সভাপতি পাপনও। সাংবাদিকদের প্রশ্নবানে কীভাবে মাথা ঠিক রাখেন- এমন প্রশ্নে পাপন ফের হেসে বলেন, ‘সব জায়গাতেই এ ধরনের জিনিস আছে। যেমন ব্যাকগ্রাউন্ড। সব ফুটবলারের ব্যাকগ্রাউন্ড মানেই কি নির্লজ্জ, বেহায়া, অহংঙ্কারী- এটা বলা যাবে? এটা ইন্ডিভিজ্যুয়াল…. আমি আসলে জানি না এসব কী…। আপনাদের এসব প্রশ্ন (টাকা নিয়ে) না করাই ভালো। আমাকে আপনারা করতে পারেন, সমস্যা নাই।’

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button