Bangla News

রেলের সার্ভারে মিনিটে হিট ১৩ লাখ বার, টিকিট শেষ কয়েক জেলার

বাংলা ম্যাগাজিন ডেস্ক: রেল সেবাকে স্মার্ট করতে এবারের ঈদের অগ্রিম টিকিট শুধু অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এতে সার্ভারের ওপর প্রচণ্ড চাপ লক্ষ করা গেছে। গতকাল একটু কম চাপ থাকলেও আজ শনিবার (৮ এপ্রিল) চাপ অনেক বেশি। সার্ভারে প্রতি মিনিটে ৮ হাজার লোক হিট করার সক্ষমতা থাকলেও হিট পড়ছে লাখের ওপরে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার সাংবাদিকদের এসব তথ্য জানান।

স্টেশন ম্যানেজার জানান, আজ শনিবার ১৮ এপ্রিলের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। কাউন্টার থেকে দেওয়া হচ্ছে না। গতকাল থেকে আজ প্রচুর চাপ। আজকে বিক্রি করা হবে ২৫ হাজার ৭৭৮টি টিকেট। সার্ভারে প্রথম মিনিটে ১৩ লাখ বার হিট হয়েছে। রংপুর, লালমনিরহাট, পঞ্চগড় ও কুড়িগ্রামের টিকিট শেষ হয়ে গেছে।

তিনি জানান, পূর্বাঞ্চলের গতকালের টিকিট এখনো ছয় হাজার অবিক্রিত রয়েছে। এছাড়া আজ সাড়ে ১০টায় দেখা গেছে, পশ্চিমাঞ্চলের দুই-আড়াই হাজার টিকিট অবিক্রিত অবস্থায় আছে। একসাথে অনেক লোক হিট করায় সার্ভারে চাপ আছে।

সহজ ডট কম জানিয়েছে, তাদের সার্ভারে লোড পড়েছে। ফলে পেমেন্ট গেটওয়েতে আটকে যাচ্ছে। প্রতি মিনিটে ৮ হাজার লোক হিট করার সক্ষমতা থাকলেও হিট পড়ছে লাখের ওপরে।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button