Bangla News

বঙ্গবাজারের পোড়া লোহালক্কড় ৪০ লাখ টাকায় বিক্রি, পাওয়া গেল নতুন সুখবর

বাংলা ম্যাগাজিন ডেস্ক: বঙ্গবাজার মার্কেটের জায়গা পরিষ্কারের কাজ চলছে। ট্রাকে করে সরানো হচ্ছে কয়লা হয়ে যাওয়া টিন-লোহা। প্রায় ৫০ জন শ্রমিক এসব পোড়া টিন, লোহা, শাটার ট্রাকে তোলার কাজ করছেন। বঙ্গবাজারের এসব পোড়া লোহালক্কড় ৪০ লাখ টাকায় বিক্রি হয়েছে।

শনিবার সকালে বঙ্গবাজারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন। তিনি জানান, পুড়ে যাওয়া লোহা, টিন ৪০ লাখ টাকায় মার্কেটের মালিক সমিতির অনুমতিক্রমে বিক্রি করা হয়েছে। এ টাকা ক্ষতিগ্রস্ত সব ব্যবসায়ীকে দেওয়া হবে।

ছবি-সংগৃহীত

এদিকে, বঙ্গবাজার মার্কেটের জায়গা পরিষ্কারের কাজ চলছে। পরিষ্কার হলেই দোকান বসানো যাবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আর্থিক সহায়তার পাশাপাশি দ্রুত দোকান বসার সুযোগ করে দেওয়ার দাবি তাদের।

কবে নাগাদ ব্যবসায়ীরা দোকানে বসতে পারবেন- এমন প্রশ্নের জবাবে সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, ‘আমাদের এখানে আগুন লাগার পর থেকে পরিষ্কারের কাজ চলছে। শ্রমিকরা দিনরাত কাজ করছেন। এরই মধ্যে শ্রমিকের সংখ্যাও বাড়ানো হয়েছে। তবে আজ কাজ শেষ হলে কালই মেয়রের সঙ্গে আলোচনা করে দোকান বসানো হবে।’

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button