দুঃসময় নিয়ে মুখ খুললেন জিৎ

২১ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে কলকাতার সুপারস্টার জিৎ অভিনীত ‘চেঙ্গিজ’। শুধু বাংলা নয়, হিন্দি ভাষাতেও মুক্তি পাবে সিনেমাটি।

জিতের ক্যারিশমা, ভিএফএক্স, অ্যাকশন সব মিলিয়ে ওই ছবি নিয়ে বেশ আলোচনা চলছে। কিন্তু বাংলা ছবির অন্যতম প্রধান নায়কের ক্যারিয়ারের শুরুটা মোটেও সুখের হয়নি। একের পর এক ছবি ফ্লপ, রীতিমতো খরচের খাতায় রেখে দেওয়া হয় তাকে।

জিতের কথায়, ক্যারিয়ার শুরুতে বহু ব্যর্থতার সম্মুখীন হতে হয়েছে। এক টেলিভিশন শো থেকে আমাকে বাদ দিয়ে দেওয়া হয়, কারণ আমি পারফর্ম করতে পারিনি। এর পর এক তেলেগু ছবিতে অভিনয় করি। কিন্তু সেই ছবিও চূড়ান্ত ব্যর্থ হয়। এমন একটা সময়ের মধ্য দিয়ে গেছি যে, বহু নিদ্রাহীন রাত কাটিয়েছি। কিন্তু ভগবানের আশীর্বাদে এখন সব ঠিক আছে।

২০০১ সালে জিৎ অভিনীত ওই তেলেগু ছবির নাম ছিল ‘চাঁদু’। ওই ছবি চূড়ান্ত ফ্লপ হওয়ার পর ২০০১ সালের অক্টোবরে আবার কলকাতায় আসেন তিনি। ‘সাথী’ ছবির মধ্য দিয়েই বাংলা ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু তার।

Exit mobile version